'জীবমন্ডল (PART- 5)- খাদ্য শৃংখল ,খাদ্যজাল ও পুষ্টি স্তর - FOOD CHAIN, FOOD WEB & TROPHIC LEVEL'

'জীবমন্ডল (PART- 5)- খাদ্য শৃংখল ,খাদ্যজাল ও পুষ্টি স্তর - FOOD CHAIN, FOOD WEB & TROPHIC LEVEL'
13:10 Dec 23, 2021
'একটি বাস্তুতন্ত্রের নানান স্তরের মধ্যে খাদ্যশক্তির স্থানান্তর ঘটে থাকে ।।এভাবে একজাতীয় অনুন্নত জীব থেকে অন্য জাতীয়  অপেক্ষাকৃত উন্নত জীবের মধ্যে শক্তি স্থানান্তরিত হয়,, যে স্তরের মাধ্যমে এই পদ্ধতি ঘটে থাকে তাকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে। এই স্তরের প্রথম স্তরে উদ্ভিদ ও পরবর্তীকালে প্রাথমিক , গৌণ ও প্রগৌণ স্তর থাকে।তাই কোন বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক অর্থাৎ খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন খাদ্য স্তর গঠিত হয়।।     বাস্তু তন্ত্রে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য ও খাদকের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে থাকে এই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃংখল বলে।     কোন বাস্তু তন্ত্রের জীব সম্প্রদায়ের মধ্যে অনেকগুলি খাদ্য শৃংখল নানান খাদকের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলে। যখন কোন বাস্তুতন্ত্রে সমস্ত জীব একাধিক খাদ্য শৃংখল এ বিন্যস্ত থেকে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে আন্তঃসম্পর্ক যুক্ত জালের মতন জটিল শক্তির প্রবাহ গড়ে তোলে তাকে খাদ্যজাল বলে।               TODAY WE WILL LEARN: জীবমন্ডল, বাস্তুতন্ত্র, পুষ্টি স্তর, খাদ্য স্তর, ট্রফিক লেভেল, খাদ্য শৃংখল, ডেট্রিটাস খাদ্য শৃংখল, গ্রেজিং খাদ্য শৃংখল, খাদ্যজাল, খাদ্য প্রবাহ,   Food chain,  Trophic level,  Food web,  Detritus food chain,  Grazing food chain,   This video is designed for: একাদশ শ্রেণির ভূগোল, ক্লাস ইলেভেন জিওগ্রাফি, Geography for Class-XI, CLASS-XI ONLINE GEOGRAPHY CLASSES, WBCHSE CLASS ELEVEN GEOGRAPHY, GEOGRAPHY FOR COMPETITIVE EXAMINATION, WBSSC' 

Tags: food chain , food web , Trophic level , grazing food chain , detritus food chain , WBCS , #geography , জীবমন্ডল , বাস্তুতন্ত্র , পুষ্টি স্তর , খাদ্য স্তর , ট্রফিক লেভেল , খাদ্য শৃংখল , ডেট্রিটাস খাদ্য শৃংখল , গ্রেজিং খাদ্য শৃংখল , খাদ্যজাল , খাদ্য প্রবাহ , একাদশ শ্রেণির ভূগোল , ক্লাস ইলেভেন জিওগ্রাফি , Geography for Class-XI , CLASS-XI ONLINE GEOGRAPHY CLASSES , WBCHSE CLASS ELEVEN GEOGRAPHY , GEOGRAPHY FOR COMPETITIVE EXAMINATION , wbcs geography , #classelevensuggestion , elevengeographysuggestion , #bhugol

See also:

comments

Characters